Xiaomi Redmi Note 14 ফোনের বাংলাদেশে দাম কত ২০২৫

Xiaomi Redmi Note 14 ফোনের বাংলাদেশে দাম কত ২০২৫
Xiaomi Redmi Note 14 ফোনের বাংলাদেশে দাম কত ২০২৫

xiaomi সম্প্রতি তাদের নতুন [Xiaomi Redmi Note 14] ফোন বাজারে এনেছে , ফোনটির ডিজাইন খুবই সুন্দর এবং বড় ব্যাটারি, ও , উন্নত মানের ফিচার সমৃদ্ধ একটি স্মার্টফোন, নিচে এই ফোনের Ram, Rom, কত? processor কি, । বিস্তারিত দেওয়া হলো

Redmi Note 14 - বিস্তারিত নিচে দেখুন।


Display:

1️⃣ ডিসপ্লে: 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে,

2️⃣ রেজুলেশন : 1080 x 2400 pixels,

3️⃣ ডিসপ্লে প্রোটেকশন: কর্নিং গরিলা গ্লাস ৫, অনেক শক্তিশালী হাত থেকে পড়ে গেলেও ভাঙ্গার কোন চান্স নাই।


Camera:

পিছনের ক্যামেরা: 50 মেগাপিক্সেল, যা দিয়ে সুন্দর ও ভালো মানের ছবি তোলা যাবে। পিছনের আরেকটি ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ও আরেকটি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেল। এখনকার সকল মোবাইলে পিছনে তিন চারটা করে ক্যামেরা দেওয়া থাকে। ‌ সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন। 

সামনের ক্যামেরা: 20 MP দেয়া হয়েছে।‌ 


Ram and Rom: 

Ram : 8GB RAM

Rom : 128GB যা অধিক ফাইলে সংরক্ষণ করে রাখা যাবে। 


Processor: 

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ আল্ট্রা,

Battery:

ব্যাটারি: 5110mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ‌ যা মোবাইলটি চার্জ হতে অনেক কম সময় লাগবে।


Network; 

নেটওয়ার্ক: 2g, 3g, 4g , 5G  সাপোর্ট করে। 5g নেটওয়ার্ক থাকায় ফোনটি দিয়ে দ্রুত ব্রাউজিং করা যাবে।

Operating System

অপারেটিং সিস্টেম:  Android 14


যেসব কালারের ফোনটি পাওয়া যাচ্ছে।

কালার : কালো, সাদা, বেগুনি, এই তিনটি কালার এ ফোনটি পাওয়া যাবে।

Redmi Note 14 দাম:

Redmi Note 14  বাংলাদেশ দাম প্রায় 26,500 টাকার মতো হতে পারে, তবে এই দাম স্থায়ী নয় সময় এবং স্থান ভেদে, এর দাম পরিবর্তন হতে পারে। তাই অবশ্যই কেনার আগে এর দামটি যাচাই বাছাই করে নিবেন। 

তো আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Linnex LX 4G বাটন স্মার্ট ফিচার ফোনের দাম কত, বিস্তারিত

রবি সকল কোড | Robi Sim All Code

হ্যালো গুগল আমি এখন কোথায় আছি, জানার উপায় ২০২৫